হাওজা নিউজ রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদিসটি ‘খেসাল শেখ সাদুক’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
মহানবী (সা.) বলেছেন:
ما مِنْ مُؤْمِنٍ يَصُومُ شَهْرَ رَمَضَانَ احْتِسَاباً إِلَّا أَوْجَبَ اللَّهُ تَبَارَكَ وَ تَعَالَى لَهُ سَبْعَ خِصَالٍ أَوَّلُهَا يَذُوبُ الْحَرَامُ مِنْ جَسَدِهِ وَ الثَّانِيَةُ يَقْرُبُ مِنْ رَحْمَةِ اللَّهِ عَزَّ وَ جَلَّ وَ الثَّالِثَةُ قَدْ كَفَّرَ خَطِيئَةَ أَبِيهِ آدَمَ وَ الرَّابِعَةُ يُهَوِّنُ اللَّهُ عَلَيْهِ سَكَرَاتِ الْمَوْتِ وَ الْخَامِسَةُ أَمَانٌ مِنَ الْجُوعِ وَ الْعَطَشِ يَوْمَ الْقِيَامَةِ وَ السَّادِسَةُ يُطْعِمُهُ اللَّهُ عَزَّ وَ جَلَّ مِنْ طَيِّبَاتِ الْجَنَّةِ وَ السَّابِعَةُ يُعْطِيهِ اللَّهُ عَزَّ وَ جَلَّ بَرَاءَةً مِنَ النَّار
যে ব্যক্তি রমজান মাসে বিশুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, মহান আল্লাহ তাকে সাতটি সওয়াব দেবেন:
১- তার শরীর থেকে হারাম মুছে দেবেন।
২- আল্লাহ তাঁর রহমত দ্বারা তাকে নিকটবর্তী করবেন।
৩- (তার রোযার সদকা) পিতা হজরত আদম (আ.)-এর গুনাহও ঢেকে দেবে।
৪- তার রুহ খুবই সহজে কবজ করবেন।
৫- কিয়ামতের দিন তাকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে রক্ষা করবেন।
৬- তার জন্য জান্নাতের সুস্বাদু খাবার সরবরাহ করবেন।
৭- তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।
(খেসাল শেখ সাদুক, পৃঃ ৩৮৬)
আপনার কমেন্ট